Wellcome to National Portal
Main Comtent Skiped


Advice for Training

প্রশিক্ষণ সংক্রান্ত পরামর্শঃ

 

→ মাছ চাষ বা মাছ চাষ সম্পকিত যে কোন বিষয়ে বা মৎস্য আইন বিষয়ে প্রশিক্ষণ গ্রহনে আগ্রহী করতে চাষি বা মৎস্যজীবী বা উদ্দ্যোগতাকে নিম্মোক্ত পরামর্শগুলো মেনে উপজেলা মৎস্য অফিসে সরাসরি বা অনলাইনে যোগাযোগ করতে পারেন।

  • জাতীয় পরিচয় পত্র থাকতে হবে।
  • চাষির মাছ চাষের উপযোগী (নিজস্ব বা লিজ) পুকুর বা জমি থাকতে হবে।
  • অত্র উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • মৎস্যজীবীদের ক্ষেত্রে নিবন্ধিত হতে হবে।
  • স্বাস্থ্য সম্মত মাছ উৎপাদনে আগ্রহী হতে হবে।
  • মাছ চাষ বা মৎস্য আহরণ মৎস্য অধিদপ্তরের যাবতীয় আইন মেনে চলতে আগ্রহী হতে হবে।
  • সরকারী বরাদ্ধ প্রাপ্তির মাধ্যমে প্রশিক্ষণ করা হবে।
  • সরকারী আইন ও বিধিমালা অনুযায়ী প্রশিক্ষণ বাস্তবায়ন করা হবে।